যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

আপডেট: June 12, 2024 |
inbound7541849208714781814
print news

জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের লড়াই। জিতলেই সুপার এইট, আর হারলেই ছিটকে যাওয়ার শঙ্কা; এমন সমীকরণে মাঠে নামছে আসরের অন্যতম ফেবারিট ভারত ও চমক দেখানো যুক্তরাষ্ট্র।

বুধবার (১২ জুন) সুপার এইটে ওঠার লড়াইয়ে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের সহ-আয়োজকদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ম্যান ইন ব্লুরা। অন্যদিকে স্বাগতিকদের একাদশে দুটি পরিবর্তন এসেছে।

অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের পরিবর্তে শায়ান জাহাঙ্গীর ও নস্টুশ কেনজিগের জায়গায় ভ্যান শালকউইক একাদশে এসেছেন।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

যুক্তরাষ্ট্রের একাদশ : স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার ও আলী খান।

Share Now

এই বিভাগের আরও খবর