র‍্যাবের অভিযানে বগুড়ার চাঞ্চল্যকর ‘ব্রাজিল’ হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আপডেট: June 13, 2024 |
inbound9057646334609119680
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আলোচিত ও চাঞ্চল্যকর ব্রাজিল হত্যার মূল পরিকল্পানাকারী আসামী মোঃ আখতারুজ্জামান মেম্বার (৪৯) কে গ্রেফতার করেছে র‍্যাব।

১২ জুন (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি চৌকস টিম গাবতলী উপজেলার বেতোয়ারকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আখতারুজ্জামান মেম্বারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আখতারুজ্জামান বগুড়ার কাহালু উপজেলার সামন্তহার(পোড়াপাড়া) এলাকার মৃত- মোবা পাগলার ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, গত ৯ জুম
বগুড়ার শাহজাহানপুর উপজেলার সামন্তহার গ্রামের মোছাঃ আঞ্জুয়ারা বিবি (৬০), কাহালু থানায় অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে ব্রাজিল বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।

কতিপয় ব্যক্তির সাথে পুকুর চাষের বিষয়সহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার ছেলের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলমান ছিল।

এরই সূত্র ধরে গত ৮ জুন রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে তার ছেলে মোটর সাইকেল যোগে শহর থেকে বাড়ী ফেরার পথে কাহালু থানাধীন সামন্তাহার পোড়াপাড়া গ্রামস্থ ৩ রাস্তার মোড়ে পৌছালে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে চাপাতি দ্বারা আঘাত করে তাহাকে হত্যা করে।

এই নৃশংস ও বর্বরোচিত হত্যা কান্ডটি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাহালু থানার মামলা নং-১০, তারিখ-০৯/০৬/২৪ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। ঘটনার পরপরই র‌্যাব-১২, মামলাটির ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় উক্ত মামলার আসামী গাবতলী উপজেলার বেতোয়ারকান্দী এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ১২ জুন উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আখতারুজ্জামান মেম্বারকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, প্রায় ২ বছর পূর্বে ব্রাজিলের নেতৃত্বে তার ৫ বিঘা একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল।

পরবর্তীতে এই ৫ বিঘা পুকুরটি ব্রাজিল দখল করে নেয় এবং ঐ দিন রাতেই ব্রাজিলের খালাতো ভাই মন্টু তার মেজ ছেলেকে চাকু মারের বাড়িঘর লুট করে।

এছাড়াও তাকে ৪ বার মারার চেষ্টা করেছিল এবং প্রায়ই তাকে ফোন করে বলতো বউকে বিধবা করবে। সেই ক্ষোভে সে তখন হতেই ব্রাজিলকে মারার পরিকল্পনা করে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী আখতারুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর