জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট: June 30, 2024 |
inbound1290316433439331988
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ফুটবল টূর্ণামেন্টে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গোপিনাথপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক প্রয়োজন । সুস্থ দেহ সুস্থ মন তৈরি করতে খেলা-ধূলার বিকল্প নেই।

মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে, যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে।

Share Now

এই বিভাগের আরও খবর