ফুটবল খেলে হৃদয়ে জায়গা করে নিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী

আপডেট: July 1, 2024 |
inbound7117542174489868025
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সিধু-কানু দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে খেলে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বিকেলে সদর উপজেলার ভানাইকুশলিয়া সান্তাল ক্লাবের আয়োজনে বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টে সুন্দরপুর স্পোর্টিং ক্লাব বনাম সান্তাল ক্লাবের খেলায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সান্তাল ক্লাবের পক্ষে খেলায় অংশ নিয়ে তিনটি গোল করেন। এর ফলে সান্তাল ক্লাব ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।

জেলা প্রশাসকের ফুটবল খেলা দেখতে চারপাশে দর্শকদের ভিড় ছিল। স্লোগান উঠছে থেমে থেমে। রেফারি বাঁশি বাজাতেই শুরু হয়ে যায় খেলা।

এ সময় অমিত পাহান নামে এক দর্শক বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেদের সঙ্গে ডিসি স্যার ফুটবল খেলেছেন, এটা অবাক করা একটি বিষয়। স্যারের খেলা দেখে অনেক ভালো লেগেছে।

আরেক দর্শক সুনীল মহন্ত বলেন, “ডিসি স্যার গোল দেওয়ার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহ-খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরে উদযাপন করেছেন। এটা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক ফুটবল খেলোয়াড় যারা রয়েছেন, তারা অনেক ভালো খেলে।

আমার আজকের দিনটি সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। খেলাধুলা যুব সমাজকে মাদক আর খারাপ চিন্তা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যুবকদের মেধা বিকাশেও ভূমিকা রাখে।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর