মোরেলগঞ্জে বিধবার বসতবাড়ি ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ

আপডেট: July 6, 2024 |
inbound2489473647028674128
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

হামলাকারিরা শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ও তার দুই সন্তানকে বেঁধে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয় পরে দোতলা টিনের বসত ঘরটি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়হামলাকারীরা

শুক্রবার (৫ জুলাই) ভোর রাতে মোরেলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামের বিধবা শ্যামলী বেগমের বসতঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ
সামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়পরে ঘরটিও ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়।

তিনি আরো দাবি করে বলেন, আপনবোন লাকীইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানার জন্য লাকী ইয়াসমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারণে এক বোন আরেক বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Share Now

এই বিভাগের আরও খবর