বগুড়া পুলিশ লাইন্স থেকে পুলিশ সুপারকে আনুষ্ঠানিক বিদায়

আপডেট: July 10, 2024 |
inbound7153470722960089021
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ যথাযথ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বগুড়া পুলিশ লাইন্স থেকে বিদায় নিয়ে ঢাকায় নতুন কর্মস্হলের উদ্দেশ্যে যাত্রা করেন।

১০ জুলাই (বুধবার) সকাল ১০টার দিকে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে চিরাচরিত নিয়মে ফুলের রশি টেনে বগুড়ার পুলিশ লাইন্স থেকে জেলার নন্দিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএমকে বিদায় জানানো হয়।

inbound7292437724184293008

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিয়ে নতুন কর্ম স্হল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি।

বিদায়ী পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম ছিলেন অসাধারণ নেতৃত্বগুণ সম্পন্ন দক্ষ ও পেশাদার কর্মকর্তা।

inbound9145604854775234614

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর