গাজীপুরে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

আপডেট: July 11, 2024 |
inbound8921807724390484675
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক বাবা তার নিজ মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম স্মৃতি আক্তার (৩৫)। তিনি কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের সারফুদ্দিনের (৬০)মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারফুদ্দিন জানা মতে ৪টি বিয়ে করেছেন। নিহত স্মৃতি আক্তার তার প্রথম সংসারের মেয়ে। সারফুদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিলেও স্ত্রী তার সন্তানদের নিয়ে সারফুদ্দিনের বাড়ীতেই থাকে।

আর সারফুদ্দিন তার এক ভাই রেফাজউদ্দিনের বাড়ীতে থাকে। সকালে স্মৃতি আক্তার তার মাকে নিয়ে রেফাজউদ্দিনের বাড়ীর পাশে চালায় গাছ থেকে কাঠাল সংগ্রহ করতে গেলে সেখানে সারফুদ্দিন যায়।

পরে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সারফুদ্দিন তার হাতের দা দিয়ে স্মৃতি আক্তারকে এলোপাথারি ৪/৫ টি কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে সারফুদ্দিন তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর