সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট: July 31, 2024 |
inbound3804182294405172401
print news

সাম্প্রতিক সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেছেন।

বুধবার (৩১ জুলাই) বিকেলে তিনি হাসপাতালে যান।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

এছাড়া শনিবার (২৭ জুলাই) পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এরও আগে শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন সরকারপ্রধান।

Share Now

এই বিভাগের আরও খবর