দিনাজপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা, আটক ১০

আপডেট: July 31, 2024 |
inbound8720780586795041643
print news

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্রদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিসে’ আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনারে একত্রিত হওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের হামলায় শিক্ষার্থীদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হওয়ার সময় পুলিশ অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পন্ড করে দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দেয়ার একপর্যায়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এই সময় আন্দোলনের নেতৃত্বদানকারী পাঁচজন ছাত্র ও পাঁচজন ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের গোড় এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে স্লোগান দেয়ার একপর্যায়ে পুলিশ সদস্যরা কোন কথা না বলেই কোটা আন্দোলনকারী কয়েকজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করে।

কেন্দ্রীয় কর্মসূচিকে পণ্ড করার জন্য পুলিশ সদস্যরা কোন কিছু না জানিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজন শিক্ষার্থীকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অনেক শিক্ষার্থী পালিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী কয়েকজন বলেন, পুলিশের সাথে কোন রকমের বাকবিতণ্ডা হয়নি। পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপ্রিয় কর্মসূচিতে মামলা চালায়, এতে আমাদের নারী শিক্ষার্থীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গায়েও হাত তোলা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার ইফতেখার আহমেদ আহমেদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে তুলে দেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর