কর্মস্থলে ফিরতে সবার সহযোগিতা পাচ্ছে পুলিশ

আপডেট: August 8, 2024 |
inbound654824277103590714
print news

পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদান করার আহ্বান জানিয়েছিলেন সদ্যনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) তার আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সদস্যরা কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং তারা কোনো ধরনের বাধার সম্মুখিন হচ্ছেন না বলে নিশ্চিত করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে।

হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়া পুলিশ সদস্যদের সহযোগিতা করছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ।

বার্তায় আরো বলা হয়, ‘পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন’- এ মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।

Share Now

এই বিভাগের আরও খবর