গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ আহত ১৬

আপডেট: August 8, 2024 |
inbound8568179753902365079
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করে। এসময় কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে ১৩বন্দি ও ৩ কারারক্ষী আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে কারাগারের ভেতরের থাকক বন্দিরা আন্দোলন শুরু করে।

পরে বন্দিদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে থাকে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কোন সরকারী কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দির বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দিরা পায়।

এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামীদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করে।

পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের ওই সূত্র জানিয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডাঃ মাকসুদা আক্তার বলেন, প্রথমে সব শান্ত ছিল। তারপর যখন বন্দিরা বিদ্রোহ শুরু করলো, তখন রাবার বুলেট ছুড়লে ৫/৬ জন অজ্ঞান হয়ে গিয়েছিল।

তবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিরে এসেছে। অনেকের শরীর রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দিয়েছি।

এরপর দেখলাম একজনের পর একজন আসতেছে। কারো চোখে আঘাত, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত। অনেকেই সেলাই করা লাগছে।

হয়তো কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারে। এ পর্যন্ত ১৩ জন বন্দি ও ৩ জন কারারক্ষীসহ ১৬জন আহত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর