গাজীপুর ছাত্র-ছাত্রীদের ট্রাফিক কন্ট্রোলে লেজার লাইট, গ্লাভস ও ছাতা দিলেন জেলা প্রশাসক

আপডেট: August 10, 2024 |
inbound4733471940282673547
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের গাজীপুর পুনর্গঠন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের সাথে সাক্ষাৎ করেছেন।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেলে জয়দেবপুর মুক্তমঞ্চ, গাজীপুর-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মহোদয় ছাত্র-ছাত্রীদের ট্রাফিক কন্ট্রোল, রাস্তাঘাট মেরামতসহ সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের কাজের সুবিধার্থে এবং কষ্ট লাগবে ছাতা লেজার লাইট পয়েন্টার, হ্যান্ড গ্লাভস সহ পর্যাপ্ত পরিমাণ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীগণ জেলা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও জেলা প্রশাসনকে পাশে পাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর