৪ দিনে ৬২৮ থানার কার্যক্রম শুরু

আপডেট: August 12, 2024 |
inbound3353966178788844451
print news

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন ঘটে।

এরপর থেকে হামলা-ভাংচুরের কারণে সারাদেশের থানাগুলো বন্ধ ছিল। গত চার দিনে এখন পর্যন্ত ৬২৮টি থানার কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (১২ আগস্ট) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

তবে নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সকল সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আগামী ২-৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর