শেখ হাসিনার ফাঁসির দাবিতে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট: August 21, 2024 |
inbound1455513065770136589
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের খুন,গুম এবং শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের নির্মম ভাবে হত্যা ও গণঅভ্যুথানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা যুবদল।

বুধবার (২১ আগস্ট) বিকেলে শহরের বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবুল কাশেম ময়দানে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রেজভী আহমেদ, সদস্য রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব,জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন, জয়পুরহাট শহর ছাত্রদল সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে।

২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে।

তিনি আরও বলেন,আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন।

এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

রাকিবুল হাসান রাকিব
জয়পুরহাট

Share Now

এই বিভাগের আরও খবর