বগুড়ায় ছাত্রদলের শোক র‍্যালি ও সমাবেশ

আপডেট: August 21, 2024 |
inbound3452933433296310567
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা,হেফাজতের ওপর নির্ষাতন ও হত্যা,কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শহীদদের স্মরণে বগুড়া জেলা ছাত্রদলের শোক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ আগষ্ট (বুধবার)বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বিশাল র‍্যালি বের হয়ে জলেশ্বরীতলা থেকে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে র‍্যালি শেষ হয়।

সকাল হত্যাকান্ডের বিচারের দাবিতে র‍্যলিতে অংশগ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা,সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যা ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা সাহিদুন্নবী সামাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান,জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।
র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব,শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরহী আলেম ও মাদ্রাসার ছাত্র হত্যা,কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনগণদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রিয় বাহিনীগুলোকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতন্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়।

এসব আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন আমারা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘন্টনার সাথে জড়িতদের শাস্তির দাবি করছি।সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর