টেস্টে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেল বাংলাদশে ও পাকিস্তানের

আপডেট: August 26, 2024 |
boishakhinewsj 68
print news

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এসেছিল বাংলাদেশ। তবে ৬ নম্বরে থাকাটা দীর্ঘ হলো না নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানদের। কয়েক ঘণ্টার ব্যবধানে সাতে নেমে গেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণেই এ শাস্তি পেয়েছে বাংলাদেশ।নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ৩ পয়েন্ট কাটা গেছে বাংলাদেশের। নির্দিষ্ট সময়ে শেষ করতে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট কাটা যাওয়ায় ৬ নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা।শুধু বাংলাদেশ শাস্তি পায়নি, পাকিস্তানও পেয়েছে।বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে যাওয়া পাকিস্তান ৬ ওভার পেছনে থাকায় ৬ পয়েন্ট হারিয়েছে। পয়েন্ট হারালেও তবে আগের মতোই ৮ নম্বরে আছেন শান মাসুদের দল। পয়েন্টের সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে দুই দলকে। পাকিস্তানের ৩০ শতাংশের বিপরীতে বাংলাদেশের ম্যা ফি কাটা গেছে ১৫ শতাংশ।দুই অধিনায়ক শান্ত ও মাসুদ শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।অন্যদিকে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন সাকিব। দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের সময় ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ওপর ক্ষুব্ধ হয়ে উইকেটরক্ষক বরাবর বল নিক্ষেপ করায় শাস্তি পেয়েছেন তিনি। আইসিসির আচরণবিধির ১ ধারা ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে তাকে। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর