চিকিৎসককে হত্যা,ধর্ষনের ক্ষোভে,দুঃখে বাবলি সিনেমার প্রচার বন্ধ করলেন শুভশ্রী

আপডেট: August 28, 2024 |
boishakhinews 13
print news

গত ৮ আগস্ট দিবাগত রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। বীভৎস এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী। বিচারের দাবিতে রাজপথে নেমেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও।
নিজের অভিনীত ‘বাবলি’ সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন শুভশ্রী। কয়েক দিন আগে নিজের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট-ক্ষোভ ইনস্টাগ্রামে ঝারেন এই অভিনেত্রী। এরপর নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েন এই নায়িকা। ফের কণ্ঠস্বর উঁচু করলেন শুভশ্রী।
শুভশ্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন— ‘একবার মোমবাতির জায়গায় ধর্ষককে জ্বালিয়ে দেখো, ধর্ষণের ঘটনা কমে যাবে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে, সেটা তো হওয়া উচিত না।’
আরজি কর কাণ্ডের প্রভাব ভারতজুড়েই পড়েছে। মুখ খুলতে শুরু করেছেন ভারতীয় শোবিজ অঙ্গনের অভিনেত্রীরা। মালায়ালাম সিনেমার পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তা ছাড়াও একই ইন্ডাস্ট্রির পরিচালক থুলসিদাস, অভিনেতা জয়সুরিয়া, মুকেশ, মানিয়ানপিলা রাজু, এদাভেলা বাবু এবং সুরজ ভেঞ্জারামুডুর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

Share Now

এই বিভাগের আরও খবর