লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু

আপডেট: September 2, 2024 |
inbound6175795621309071595
print news

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-পিকআপ ভ্যান-সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইলের চার মুখি সংঘর্ষে শিবু চন্দ্র দে (৫৭) নামে এক ব্যাক্তি মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার শাঁখারীপাড়ার পুলিন বিহারী দে’র ছেলে। তিনি কহিনুর কেমিকেল কোম্পানীর গাড়ি চালক ছিলেন।

জানা গেছে, ঘটনার সময় শিবু গাড়ি নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

একইসঙ্গে দ্রুতগতির একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে শিবুসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।

শিবুকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর