জাকিরের পর ফিরলেন সাদমানও, চাপে বাংলাদেশ

আপডেট: September 3, 2024 |
inbound8626140356580596340
print news

চতুর্থ দিনে জয়ের ঘ্রাণ পাওয়া বাংলাদেশ পঞ্চম দিনে ব্যাট করতে নেমেই পথ হারিয়েছে। এদিকে মোহাম্মদ আলীর করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরেছেন। প্রথম ওভারে ওঠে ৫ রান। এরপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ তুলেছে ২ রান।

দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলে পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি। মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। যদিও এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট।

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেট হারিয়ে ৮৪ রান। ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দিতে নেমেছেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট জিততে এখনো দরকার ১০১ রান।

Share Now

এই বিভাগের আরও খবর