চাঁদাবাজি কর্মকাণ্ডে এবার ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

আপডেট: September 5, 2024 |
inbound4574836918148015354
print news

হামলা, চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

ছাত্রদলের পক্ষে বৃহস্পতিবার কলাবাগান থানায় এ মামলা দায়ের করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

মামলা সূত্র থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে ‘চাঁদপুর স্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকতের নেতৃত্বে হামলা হয়।

এসময় নগদ ৬০ হাজার টাকা লুট করে এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে। এ ঘটনার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে তৎক্ষনাৎ বহিষ্কার করে ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ এ মামলা করা হয় বলে জানিয়েছেন শ্যামল মালুম।

সূএ : বাংলাদেশ জার্নাল

Share Now

এই বিভাগের আরও খবর