বগুড়া শিবগঞ্জের বিহার হাইস্কুল মাঠে বিএনপির শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: September 23, 2024 |
inbound2778075415069763483
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিহার স্কুল মাঠে শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২শে সেপ্টেম্বর (রোববার) বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন বিহার ইউনিয়নের বিহার হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত।

শিবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সফল বিহার ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ঠান্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম ৷

এছাড়া অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপি’র ভারপাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আব্দুর রাজ্জাক , বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি মফিজুল বারী, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান। এসময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Share Now

এই বিভাগের আরও খবর