আলেকজেন্ডার বো’র সঙ্গে নতুন রুপে সেলফি তুললেন শাকিব

আপডেট: September 28, 2024 |
boishakhinews 86
print news

দেশের সবচেয়ে বড় তারকা তিনি। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের মিছিল, আয়ের তান্ডব। সর্বশেষ ‘তুফান’ দিয়ে সুনামি তুলেছেন দর্শকহৃদয়ে। এবার নতুন লুকে ধরা দিলেন কিং খান শাকিব খান।আর তার এই লুক সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।
সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না। মুখ ভর্তি দাঁড়ি, পরে আছেন ক্যাপ, চোখে আবার রোদ চশমা।ঠিক এভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন। আর এটি তুলেছেন চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত নায়ক আলেকজান্ডার বো।
শাকিব খান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে অ্যালেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয়।সেখানে শাকিবকে দেখে অ্যালেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন।বিমানবন্দরে আলেকজেন্ডার বো’র সঙ্গে শাকিব খান
তবে হঠাৎ এই ব্যতিক্রমী লুকের রহস্য কি? শাকিবের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলছেন, নতুন সিনেমার জন্যই শাকিবের এই লুক। তার আসন্ন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পাল।
এর আগে প্রিয়তমা সিনেমাটিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মাণ হবে বরবাদ। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমাটির ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা।

Share Now

এই বিভাগের আরও খবর