গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে: নাছির

আপডেট: October 1, 2024 |
inbound5656364530546117900
print news

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷

 

মঙ্গলবার (১ অক্টোবর) বরিশালে সাংগঠনিক সফরকালে ‘রাজনীতিবিমুখ’ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তিনি এ কথা জানান। নাছির বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্ররাজনীতি নিয়ে কথা বলেন৷

ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কলুষিত করেছে, যা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করেছে অভিযোগ করে নাছির বলেন, এতগুলো মানুষকে গণহত্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে৷

কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিকে ছাত্ররাজনীতির মানদণ্ড হিসেবে ধরে নিয়ে রাজনীতি বিমুখ হচ্ছে বলে জানান নাছির।

রাজনীতি বিমুখ শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি। শিক্ষার্থীরা ছাত্রদলের পরিকল্পনা বাস্তবায়নে পাশে থাকবে বলে নিজেদের মতামত ব্যক্ত করেন৷

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবো। ছাত্রদল অতীতের মতো সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আস্থার সাথে কাজ করবে।

ঝালকাঠি জেলা সফর শেষে তিনি আজ বরিশাল বিভাগের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা শোনেন৷ বরিশালের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি৷

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের আগামীর প্রত্যাশা জানতে চান৷ নারীরা রাজনীতিতে আসতে বাধা-বিপত্তি জানতে চাওয়া হয়৷ নারী শিক্ষার্থীদের সুস্থধারার ছাত্র রাজনীতি নিশ্চিতের আশ্বাস দেন ছাত্রদল সাধারণ সম্পাদক৷

বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে রাজনীতি নিয়ে তরুণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর