জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে ঢাকা মেট্টো

আপডেট: October 27, 2024 |
boishakhinews 85
print news

রাকিবুল হাসানের বাঁহাতি স্পিন ঘূর্ণিতে রাজশাহীর বিপক্ষে মাত্র দুই দিনেই ম্যাচ জিতেছে ঢাকা মেট্টো। প্রথম ইনিংসে ৭৭ রানে অলআউট হওয়া রাজশাহীর দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিয়েছেন রাকিবুল। তাঁর ৮ উইকেট শিকারে ১৬৬ রানে অলআউট হয়েছে দলটি। তাতে জয়ের জন্য প্রয়োজনী ১১ রান বিনা উইকেটেই টপকে গেছে ঢাকা মেট্টো।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে জয়ের অপেক্ষায় আছে সিলেটও। চট্টগ্রামের বিপক্ষে জয়ের জন্য তাদের দরকার আর ৯০ রান, হাতে আছে ৮ উইকেট। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হওয়া চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৩ রানে।

অবশ্য প্রথম ইনিংসে ভালো করতে পারেনি সিলেটও।

১৫২ রানে অলআউট হয় তারা। তবে ২২০ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে সিলেটকে ম্যাচে রাখেন দুই ওপেনার তৌফিক খান তুষার ও জাকির হাসান। ৮৪ রানের জুটিতে জাকির আউট হন ৩৬ রান করে, তৌফিক করেন ৫১ রান। ১৩০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে সিলেট।
বৃষ্টির বাগড়ায় প্রথম দিন খেলা না হওয়া বাকি দুই ম্যাচের একটিতে বরিশালের বিপক্ষে ১ উইকেটে ১৩০ রান তুলেছে খুলনা। এনামুল হক বিজয় ৬৬ রানে অপরাজিত থাকলেও আরেক ওপেনার সৌম্য সরকার আউট হন ৬৩ রান করে। আরেক ম্যাচে প্রথম ইনিংসে ২৫৩ রান করে অলআউট হয়েছে রংপুর। সর্বোচ্চ ৬৮ রান করেন আবদুল্লাহ আল মামুন। ঢাকার সংগ্রহ এক উইকেটে ৭০ রান।

Share Now

এই বিভাগের আরও খবর