পায়ে হেঁটে ৫ রোভার স্কাউটের ১৫০ কিলোমিটার ভ্রমণ


দজয়পুরহাট প্রতিনিধিঃ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পাঁচ জন সদস্য।
“কারিগরি শিক্ষা, টেকসই ভবিষ্যত” “সততায় উন্নতি, দূর্নীতি রোধ করি” “কারিগরি শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি” “পুনঃ ব্যবহার, পরিবেশের সুরক্ষা” সততা চর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের প্রসার ঘটাই। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলি এবং স্বনির্ভরতা বৃদ্ধি করি ।
পুনঃ ব্যবহারের মাধ্যমে বর্জ্য হ্রাস করি ও কার্বন নিঃসরণ কমাই। এসব স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে রংপুর পলেটেকনিক ইনস্টিটিউট থেকে রোভার নাইমুর রহমান,নূরে আলম সিদ্দিক,দোলন মিয়া,আল আমিন হোসেন,খলিলুর রহমান নামে পাঁচ জন রোভার এই পরিভ্রমণ শুরু করেন। তাদের ভ্রমণ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
জয়পুরহাট পৌর শহরের পৌঁছলে জয়পুরহাট জেলা রোভারের কোষাধ্যক্ষ আজিজার রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, সদর উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার সালেহুর রহমান সজীব ও ডিএসআরএম আল মোমিন জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল- ইন রোভার পুষ্পিতা মহন্ত,মেহেদী হাসান, নূর নবী সহ, জয়পুরহাট মুক্ত স্কাউট গ্রুপের তানজিমুল ইসলাম সহ একদল রোভার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকালে আগত ৫ জন রোভার স্কাউটগণ জয়পুরহাট জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
জেলা প্রশাসক বলেন অংশগ্রহণকারীদের এই প্রয়াস তাদের মানবতার সেবায় অধিকতর ব্রতী করবে তাদের এই পরিভ্রমন স্বার্থক হোক।
যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন।
একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবেন।