বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ০২

আপডেট: October 31, 2024 |
inbound1037740643489813207
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

৩০ অক্টোবর (বুধবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামের দুলু মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম রনি(২৯) এবং একই এলাকার বজলু মোল্লার ছেলে মোঃ মুশফিকুর রহমান মনির(২২)।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম রনির বিরুদ্ধে জেলার বিভিন থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন আইনে ও ডাকাতিসহ মোট ৪টি মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেযে,বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, বুধবার দিবাগত রাতে যৌথবাহিনীর একটি দল ডেমাজানী এলাকায় পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফজতে থাকা মোট ৮টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় থামায় মামলা দায়ের শেষে আসামরদ্বয়কে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর