চ্যালেঞ্জ তো গ্রহণ করতেই হবে : তাসকিন

আপডেট: November 2, 2024 |
boishakhi news 1
print news

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন পেসার তাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার মনোভাব প্রকাশ করার পর কয়েকজনের নাম এসেছে আলোচনায়, তাদের মধ্যে তাসকিনও আছেন। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে।

শনিবার (২ নভেম্বর) দুবাইর বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন। নেতৃত্ব নিয়ে প্রশ্নের সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্নে তাসকিনের উত্তর, বোর্ড যদি দেয় তাহলে কেন নয়? ডানহাতি এই পেসার বলেন, ‘এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদও তার নাম উচ্চারণ করেছেন সম্ভাব্য হিসেবে। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন ফারুক সংবাদ মাধ্যমে বলেন, ‘অবশ্য মিরাজ একজন আছে, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিল। ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। তারপর আরও অপশনের কথা যদি বলেন তাহলে তাসকিন আছে।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুবাই যাচ্ছে বাংলাদেশ। ৬, ৯ ও ১১ নভেম্বর ম্যাচ তিনটি হবে শারজাহতে। সম্প্রতি মাঠের বাইরের মতো বাংলাদেশ দলের মাঠের পারফরম্যান্সও অসন্তোষজনক। তাসকিনের আশা এই সিরিজ দিয়ে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবে দল।

তাসকিন বলেন, ‘অবশ্যই, প্রত্যেক সিরিজেই তো আমরা আশা নিয়ে যাই। দুর্ভাগ্যজনকভাবে হয়তো গত কয়েকটা ম্যাচ ভালো হয় নাই। কিন্তু আবার স্বপ্ন নিয়ে যাচ্ছি ভালো কিছু হবে। আশা করি এই সিরিজে ভালো কিছু করে, আমাদের খারাপ সময়টা ভালো হবে।’চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র ১টি ওয়ানডে সিরিজ খেলেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে। আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন বাঁহাতি এই পেসার, ‘আসলে সবসময়ই চ্যালেঞ্জ। কারণ সাদা বলে সব জায়গায় মোটামুটি ভালো উইকেটেই খেলা হয়। চ্যালেঞ্জ তো গ্রহণ করতেই হবে।’

‘ইন শা আল্লাহ, আল্লাহ ভরসা ভালো কিছু হবে। দোয়া কইরেন এই সিরিজটা আগে জিততে পারি। বাকিটা পরে’— যোগ করেন তাসকিন।

Share Now

এই বিভাগের আরও খবর