মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন রাশিদা তায়েব ও ইলহান ওমর

আপডেট: November 6, 2024 |
boishakhi news 18
print news

মার্কিন নির্বাচনে অনন্য রেকর্ড গড়েছেন দুই মুসলিম নারী। টানা চতুর্থবারের মতো জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। এছাড়া, তৃতীয় বারের মতো জয় পেয়েছেন সোমালি আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের ঘোর বিরোধী রাশিদা ও ইলহান।

মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন রাশিদা তায়েব। ওই ডিসট্রিক্টে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ইলহান। সেখানে তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানান।

রাশিদা ও ইলহান ওমরের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তাদের প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন।

Share Now

এই বিভাগের আরও খবর