ডিআইইউ ও আইসিটি অলিম্পিয়াডের মধ্যে চুক্তি

আপডেট: November 6, 2024 |
inbound1027145582679385128
print news

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির মূল ভবনে ডিআইইউ রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানই সারাদেশে প্রযুক্তি শিক্ষার উন্নতি ও প্রসারে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া প্রযুক্তি শিক্ষাকে আরও উন্নত ও সবার জন্য সহজলভ্য করে তুলতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তারা।

সমঝোতা চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল বাসেত, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান, অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর