চলচ্চিত্রে নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ করতে চাই : মোস্তফা সরয়ার ফারুকী

আপডেট: November 12, 2024 |
boishakhi news 31
print news

 

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথম অফিস করেন ফারুকী। এ সময় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে সাংস্কৃতিক অঙ্গন নিয়ে নিজের কর্মপরিকল্পনা জানান।এ প্রসঙ্গে ফারুকী বলেন, প্রথমে মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করব। আমাদের ফান্ডিং অবস্থা কেমন, বেতন, উন্নয়ন, প্রশিক্ষণ— কোন খাতে কী পরিমাণ অর্থ যায়, জানার চেষ্টা করব। এরপর রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক একাডেমিগুলো আছে, সেগুলোর প্রধানদের নিয়ে আলোচনায় বসব। সেখানে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্রসহ বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকবেন। তাদের কাছ থেকে তিন মাসের একটি পরিকল্পনা জানতে চাইব।

দৃশ্যমান পরিবর্তন প্রসঙ্গে ফারুকী বলেন, দৃশ্যমান কী পরিবর্তন করা যায়, সেদিকে নজর দেব। এরপর এক বছর মেয়াদে কী কী প্রকল্প বাস্তবায়ন করতে পারি, যেটা আমাদের সংস্কৃতিতে বড় প্রভাব ফেলবে, সে পরিকল্পনা করব।ফারুকীর ভাষ্য, বর্তমানে দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো না। তাই বিশেষভাবে এটা নিয়ে কাজ করে নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ করতে চাই। আর সিনেমা ছাড়া সেটা সম্ভব নয়। চলচ্চিত্র হলো কালচারাল ন্যারেটিভ নির্মাণের শক্ত হাতিয়ার।

জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার আগেই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন ফারুকী। নিজের পরিকল্পনাগুলো নিয়ে শিগগির তার সঙ্গে পুনরায় বসবেন তিনি। নির্মাতার বিশ্বাস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ফারুকী।

Share Now

এই বিভাগের আরও খবর