বগুড়ায় গৃহবধূ সালমা হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট: November 18, 2024 |
inbound3632929900496258516
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের মধ্যে রিমান্ডে থাকা মারিয়া ও সুমন নামে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) রাতে বগুড়ার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ও ৪ এর বিচারকের কাছে তারা পৃথকভাবে জবানবন্দি প্রদান করেন।

পরে রাত সাড়ে ১২ টার দিকে তাদেরকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।

এর আগে গত শুক্রবার আটক মোসলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ নিয়ে গ্রেফতারকৃত তিনজনেই জবানবন্দি প্রদান করলেন। তবে কি বলেছে তারা সে বিষয়ে কিছুই জানতে পারেননি পুলিশ।

তাদের জবানবন্দি জানার পর নিশ্চিত হওয়া যাবে এ মামলায় কারাগারে থাকা নিহতের ছেলে সাদ বিন আজিজুর রহমান অদৌও এই মামলায় জাড়িত কি না।

গত ১০ নভেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় “আজিজিয়া মঞ্জিল” নামে নিজ বাসার ডিপ ফ্রিজ থেকে উম্মে সামলা খাতুন(৫০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় র‍্যাব সদস্যরা গত ১২ নভেম্বর দিবাগত রাতে নিহত সামলার ছোট ছেলে মাদ্রাসা শিক্ষার্থী সাব বিন আজিজুর রহমানকে আটক করে হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করে র‍্যাব এ নিয়ে প্রেস ব্রিফিং করে।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং পুলিশ রিমান্ডে নেয়।এরপর রদলে যায় হত্যাকান্ডের দুশ্যপট। পুলিশ তদন্তে বেড়িয়ে আসে ওই,বাড়ির ভারাটিয়া মারিয়াসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এদের মধ্যে শুক্রবার মোসলেম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং অপর দুইজনকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে রোববার মারিয়া ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রাথমিকভাবে আটক তিনজন হত্যাজসন্ডের সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন,রিমান্ড শেষে গ্রেফতারকৃত আসামীরা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

তবে জবানবন্দিতে কি বলেছেন তারা তা এখনও জানা যায়নি। জবানবন্দির কপি পেলে বিস্তারিত জানা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর