শিবগঞ্জের অভিরামপুরে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট: November 21, 2024 |
inbound4070778012105339737
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে মিনিবার ফুটবল টুর্ণামেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর (বুধবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন অভিরামপুর মন্ডলপাড়া ক্রিকেট ক্লাবের আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু।

খেলায় বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছারওয়ার হোসেন, সহকারী শিক্ষক ও জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব জামায়াতের ডাকুমারা বন্দর শাখার আহ্বায়ক লতিফুল হাসান সয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, বিএনপি নেতা আবু সাঈদ, আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ, সমাজ সেবক শাহজাহান আলী, সামসুল আলম, মন্ডলপাড়া ক্রিকেট ক্লাবের গোলাম আজম, ছামিউল, আব্দুল আহাদ, আবু হায়াত, রাব্বী, আসিফ প্রমূখ।

inbound5302883485446665372

খেলায় শক্তিশালী দুটি দল অভিরামপুর উচ্চ বিদ্যালয় ও আল বুশরা ইসলামিয়া মাদ্রাসা অংশগ্রহণ করে।টান টান উত্তেজনা খেলায় অভিরামপুর উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আল বুশরা ইসলামিয়া মাদ্রাসাকে হারিয়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

inbound1803530348741633416

খেলা পরিচালনা করেন জীম। খেলায় অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের ১৩ নং জার্সি পরিহত খেলোয়ার আবু আহাদ গোলটি করায় দলটি বিজয় অর্জনে সক্ষম হয়।

Share Now

এই বিভাগের আরও খবর