মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭

আপডেট: November 24, 2024 |
inbound6811604969799546577
print news

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বরের ব্লক-সি, এভিনিউ-৫ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্‌জাহান (৩৪)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানিয়েছেন, বিস্ফোরণে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর