যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

আপডেট: November 24, 2024 |
inbound3998718028672568430
print news

নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ রোববার (২৪ নভেম্বর) প্রায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বৌবাজারজালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দি মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর