ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৩ জনের প্রাণহানি

আপডেট: November 25, 2024 |
inbound8766313774485624583
print news

ব্রাজিলের আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

সূত্র: সিজিটিএন

Share Now

এই বিভাগের আরও খবর