চট্টগ্রামে সাইফুল ইসলামের জানাজায় মানুষের ঢল

আপডেট: November 27, 2024 |
inbound1799856344768427759
print news

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুই দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা এবং জমিউত-উল-ফালাহে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ ছাত্র আন্দোলনের হাজারও শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো চট্টগ্রাম নগরী। এ সময় দূর-দূরান্ত থেকে লাখো মানুষকে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় শরিক হতে আসতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম আলিফের জানাজায় সহকর্মী এবং পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়।

এ দিকে এই হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা। এ পরিস্থিতি বহাল থাকবে কিনা সেটি নিয়ে বিকেলে সিদ্ধান্ত দেয়া হবে।

জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপদেষ্টা।

Share Now

এই বিভাগের আরও খবর