ছাত্রলীগকে দেখলে আটক করে পুলিশে খবর দিতে বললেন লালমনিরহাটের এসপি

আপডেট: November 27, 2024 |
inbound79664364925719361
print news

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে প্রকাশ্য দেখলে তাকে আটক করে পুলিশে খবর দিতে বললেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে জেলার হাতীবান্ধা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ নিয়ে অনেক যড়ষন্ত্র হচ্ছে, আমাদের সর্তক থাকতে হবে। পুলিশের পক্ষে একাই সব মোকাবেলা করা সম্ভব নয়। নতুন বাংলাদেশের চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর আমীর হাসেন আলী, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, গোতামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জামায়াতে ইসলামীর উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে জেলার পাটগ্রাম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদক, জুয়া, নারী নিযার্তন, চাঁদাবাজিসহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর