বগুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

আপডেট: November 27, 2024 |
inbound5235292389411770492
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৬ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার কাহালু উপজেলার নরহট্ট ইউনিয়নের কুড়াহাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্হানীয় লোকজনের বরাত দিয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে সাতজনের একটি দল চুরি করার উদ্দেশ্যে উপজেলার নরহট্ট ইউনিয়নে কুড়ইল গ্রামের একটি বাড়িতে ঢোকে।

গৃহকর্তা মতিউর রহমানের ছেলে নূুর আলম(২৭) চোরের উপস্থিত টের পেয়ে চিংকার শুরু করেন।

তার ডাক- চিৎকারে পরিবারের অন্য সদস্যরা সুটে এলে চোর চক্র পালানোর চেষ্টা করে। এরপর পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন।

এসময় বাড়ির পাশের ফসিল মাঠের একজনকে আটক করে মারধর করা হয়। গণপিটুনিতে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ঘটনা স্হলেই মারা যান।

ওসি শাহিনুজ্জামান জানান,মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিচয় শনাক্তের জন্য পিটিআই ( পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর