পরীক্ষার রুটিনে শেখ হাসিনা মনোগ্রাম, প্রধান শিক্ষককে শোকজ

আপডেট: November 27, 2024 |
inbound7527044288716358419
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার রুটিনে “শিক্ষা নিয়ে গড়ব দেশ- শেখ হাসিনার বাংলাদেশ” লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক আতাউর রহমানকে শোকজ করেন।

২৭ নভেম্বর (বুধবার) দুপুরের পর ধনুট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার স্বাক্ষরিত এক পত্রে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

ধনুট উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার তিন দিন আগে সকল শিক্ষার্থী পরীক্ষার রুটিন সংগ্রহ করেছে।

ছাপা কাগজে ওই রুটিনের উপর ডান পাশে “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”লেখা মনোগ্রাম রয়েছে। শিক্ষার্থীরা ওই রুটিনেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছে।

বুধবার দুপুরের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ওই রুটিন গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছিলে বিষয়টি তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন,অসাবধানতাবসত এই ভুল হয়েছে।

এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একরামুল হক সরকার বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর