কালুরঘাটে ভলেন্টিয়ার পূনর্মিলনী ও সতেজকরণ কোর্স অনুষ্ঠিত

আপডেট: November 29, 2024 |
inbound5639833505225637773
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ অগ্নিনির্বাপণে স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ও তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ভলেন্টিয়ার পূনর্মিলনী ও সতেজকরণ কোর্স অনুষ্ঠিত হয়।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কালুরঘাট ফায়ার স্টেশনের ২য় তলার কনফারেন্স রুমে এই পূনর্মিলনী ও সতেজকরণ কোর্স অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব আব্দুল মান্নান (উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী নিউজ টুয়েন্টি ফোর ডটনেট এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি  (ভলেন্টিয়ার) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব  আমিনুল ইসলাম (ফায়ার ফাইটার)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে ভলেন্টিয়ার যারা তাঁদের একসাথে কাজ করতে হবে।

এ জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করা। যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তিনি উপস্থিত সকলের পরিচয় ও মতামত শুনেন এবং নোট আকারে লিপিবদ্ধ করে তা বাস্তবায়নের নির্দেশনা দেন। এর

পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে অগ্নিনির্বাপণে ব্যবহারিত যন্ত্রাংশ এবং এর ব্যবহার সম্পর্কে সবাইকে অবহিত করেন। সতেজকরণে উপস্থিত ছিলেন যথাক্রমে আরফিন সুলতানা, ইরফান তালুকদার, মো: ইব্রাহিম তালুকদার, আব্দুল আলিম খাঁন, মো: শেখ সাদি,মো: মোর্শেদ আলম চৌধুরী,মো: আব্দুল্লাহ আল রিয়াদ,মো: মিজানুর রহমান, মোছাম্মৎ ছকিনা আক্তার, মো: রকিবুল ইসলাম, আব্দুল কাদের,সাজিদ মাহমুদ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে আপ্যায়ন করানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর