বগুড়ার বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
পহেলা ডিসেম্বর (রোববার) দুপুরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করে শহিদুল স্টোরকে ১০ (দশ) হাজার ও সিদ্দিক স্টোরকে ৬ (ছয়) হাজার দুই প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা টাস্কফোর্স কমিটি। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন,অভিযান কালে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে দেখা যায়,দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দসমে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।
প্রতি লিটারে ১৬৭ টাকা নির্ধারিত মূল্য থাকলেও বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকায়। ভোক্তা অধিকার আইনে শহিদুল স্টোরকে দশ হাজার ও সিদ্দিক স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশ সদস্যরা।