কন্নড় সিনেমার অভিনেত্রী শোবিতা শিবান্নার মৃতদেহ উদ্ধার

আপডেট: December 2, 2024 |
boishakhinews
print news

দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্নাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১ ডিসেম্বর (রবিবার) হায়দরাবাদে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীর দেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির ওই ফ্ল্যাটে থাকতেন শোবিতা শিবন্না।

সেখানে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।
শোবিতার দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও এই মর্মান্তিক মৃত্যুর পিছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, ঘটনায় মামলাটা রুজু হয়েছে, সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।অভিনেত্রী শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, জ্যাকপট এবং বন্দনা। এ ছাড়াও তিনি গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগন্তু, কৃষ্ণা রুক্মিণীর মতো টিভি সিরিয়ালে নিয়মিত ছিলেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর