বগুড়ার আদমদীঘিতে মাদকসেবন দায়ে নারীসহ চার জনের জেল-জরিমানা

আপডেট: December 3, 2024 |
inbound5716004139267695468
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে এক নারীসহ মোট চারকনের জেলা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

দন্ডপ্রাপ্তরা হেলেন- আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম এলাকার বাবু মিয়ার স্ত্রী অহেদা বেগম(৫০), একই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত শহিদুল মন্ডলের ছেলে মোঃ বিপ্লব মন্ডল (৩০) ও নওগাঁ জেলা সদর উপজেলার বাড়িয়া এলাকার জসিম সরদারের ছেলে মোঃ পলাশ সরদার (২৮), একই উপজেলার হাট তিলকপুর এলাকার শফিকুলের ছেলে মোঃ শিবলু মিয়া(৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক মোঃ আসলাম জানান,সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের দায়ে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হারিজ করা হলে অহেদা বেগম, পলাশ সরদার ও বিপ্লব মন্ডল এই তিনজনে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা এবং মোঃশিবলু মিয়াকে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

Share Now

এই বিভাগের আরও খবর