বগুড়ায় পুকুর থেকে বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নলডুবি মাজারের পাশে একটি পুকুর থেকে জরিনা (৬৫)নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
০৯ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নলডুবি মাজারের দক্ষিণ-পূর্ব পাশে নলডুবি গ্রামের আলতাব আলীর পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধা জরিনার মরদেহটি পাওয়া যায়।
বৃদ্ধা জরিনা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা চকপাড়া গ্রামের লালমন এর স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধা জরিনা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায়,ভুগছিলেন।
চিকিৎসার জন্য তিনি বেশিভাগ সময় কাহালু উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামে তার মেয়েজামাই নুরুল ইসলাম সাকিদার এর বাড়িতে থাকতেন।
গত বুধবার শেষ রাতে হঠাৎ করে বৃদ্ধা জরিনা মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হন।আনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান মিলিনি।
নিখোঁজের ৫ দিন পর আজ সোমবার বেলা ১১টার দিকে স্হানীয় লোকজন ওই পুকুরে জরিনার মরদেহ দেখতে পান।
এরপর কাহালু থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
তবে সুরতহাল রিপোর্টে হত্যার কোনো আলামত না থাকায় জরিমানা মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন, পুকুরের পানিতে ডুবে বৃদ্ধা জরিনার মৃত্যু নিশ্চিত হবার পরেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।