বগুড়ায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জামিলনগরে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে বগুড়া পৌরসভার জামিলনগর ০৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়তের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
জামিলনগর ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক,ইন্জিনিয়া বজলুর রহমান, স্টেডিয়াম সাংগঠনিক থানার আমীর নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, মুনছুর আলী,বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির হোসেন, সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল কুরআনের দাওয়াত পাড়া-মহল্লার সকল ঘরে ঘের পৌঁছে দেওয়ার জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।