মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

আপডেট: December 11, 2024 |
inbound2492308001626276874
print news

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অভ্যন্তরে (বর্তমান গোপালগঞ্জ মেডিকেল কলেজ) মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গিয়ে জোরপূর্বক স্থানীয় বখাটে কর্তৃক ছিনতাইয়ের শিকার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টা নাগাদ মেডিকেল কলেজের অভ্যন্তরীণ পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গেলে সুরক্ষা ক্লিনিকে রক্তের ক্রস ম্যাচের স্যাম্পল নেন এবং ক্লিনিক কর্তৃপক্ষ জানান রক্তের নমুনা ম্যাচিং রেজাল্ট পেতে কিছুক্ষণ সময় লাগবে।

আপনারা কিছুক্ষণ ঘুরে আসতে পারেন। পরবর্তীতে মেডিকেল কলেজের ফুটবল মাঠের পাশের পুকুর ঘাটে বসলে ৪জন বখাটে এসে জোরপূর্বক মানিব্যাগ ঘড়ি এবং পকেটে থাকা টাকাপয়সা কেড়ে নিয়ে গালিগালাজ করতে থাকেন এবং ছুরিকাঘাতের চেষ্টা করেন।

মুমূর্ষু রোগীলে রক্ত দিবো কিছুক্ষণ পর এসব জানিয়ে হামলা না করার অনেক অনুরোধ করালেও উক্ত বখাটেরা মারধর করতে উদ্যত হয় এবং টাকাপয়সা, ঘড়ি ও মানিব্যাগ কেড়ে নেয়।

পরবর্তীতে ওই শিক্ষার্থীরা সদর থানার অফিসার ইনচার্জ ও ডিবিকে বিষয়টি অবগত করলে তৎক্ষনাৎ অফিসার পুলিশের একটি টহল টিম পাঠান।

পুলিশ সেখানকার স্থানীয় ব্যক্তিবর্গ ও মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজের চেক করার মাধ্যমে এক ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করে।

ছিনতাইকারী উক্ত ব্যক্তির নাম হাসিব মিয়া (২৭), সে গোপালগঞ্জস্থ মিয়াবাড়ি এলাকার রাঙা মিয়ার ছোট ভাই।

উক্র ঘটনার কিছুক্ষণ পরেই একই স্থান হতে আরও ৪জন কলেজ শিক্ষার্থী থেকেও ২০০০ টাকা জোরপূর্বক ছিনতাই করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত হাসিব মিয়াক্ব কিছুদিন পূর্বে মসজিদে চুরির দ্বায়ে বিচার ও জরিমানা করা হয়

বিষয়টি বশেমুরবিপ্রবি প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব অবগত করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা এবং আইননুসারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বশেমুরবিপ্রবি প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিষয়টি আমি অফিসার ইনচার্জকে জানিয়েছি এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছি।

বিষয়টি নিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর