শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের আলোচনা সভা

আপডেট: December 14, 2024 |
inbound2319762711010332542
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ই ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের প্রকাশনা সম্পাদক মাহবুব মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, দেশকে মেধাশূন্য করতেই এই ন্যাককারজনক হত্যাযোগ্য চালানো হয়েছিলো।

যারা এদেশকে পঙ্গুরাষ্ট্র বানাতে চেয়েছিল তারা যখন বুঝতে পারে আমাদের বিজয় সুনিশ্চিত, তখন দেশকে জ্ঞানশূন্য করার জন্য এটা ছিলো তাদের জঘন্যতম ষড়যন্ত্র।

এদেশের মানুষের কাছে এখন পরিষ্কার এ ষড়যন্ত্র কাদের ছিলো।

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর