শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি : রাগীব রউফ চৌধুরী

আপডেট: December 14, 2024 |
inbound4291815930942031782
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি।

তবে শিক্ষার গুণগত মানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।

শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার গুণগতমান যদি ঠিক থাকে, তাহলে সেই শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষিত জনগোষ্ঠী নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারবে।

তাই শিক্ষিত হয়ে এ সমাজ তথা দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করে এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের নাম হয়তোবা বর্তমানে অনেকেই জানে না এমনকি সেসব শিক্ষা প্রতিষ্ঠানও কতৃপক্ষও মনে করেন না।

এটা শুধু এই মিরপুরে নয় গোটা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরও ঘটনা।

সেক্ষেত্রে কোন আয়োজন বা অনুষ্ঠান করলেই জমিদাতাদের ডাকা উচিত বলেও মনে করেন তিনি।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন না ঘটিয়ে নিয়োগ বানিজ্য মেতে ওঠে উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দিলে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদি ক্ষতিগ্রস্ত হয় তাই
আমি মনে করি এসব নিয়োগ বানিজ্য বন্ধ হওয়া উচিত।

হালসা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবদুল মজিদের সভাপতিত্বে এবং অধ্যাপক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জোমারত আলী, স্বেচ্ছাসেবকদলের নেতা বকুল আলী, অভিভাবক সদস্য ও বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর