ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট: December 17, 2024 |
inbound3185000750930957729
print news

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।

জানা গেছে, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবরোধ করেছেন শ্রমিকরা।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে। লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর