জয়পুরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আপডেট: December 18, 2024 |
inbound3786500469186002587
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ প্রবাসীর অধিকার আমাদের অঙ্গিকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে রর‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালী বের সার্কিট হাউস মাঠ প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবু সৈয়দ মোঃ রেজাউল করিম খন্দকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রবাসী কর্মী মোহাইমিনুল ইসলাম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর